ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে এস আলম আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে দাবি জানিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম। একইসঙ্গে এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিও জানান তারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলেন।
ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত অর্থ ফেরত ও অবৈধ নিয়োগ বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক ইসলামী বাংকসহ ব্যাংকিং সেক্টরে চট্টগ্রামের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।